PFDA-VTC

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২২’ উদযাপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২২’ উদযাপন

পিএফডিএ-ভোকেশনাল ট্রেনিং সেন্টার ট্রাস্ট  ‘ ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২২’ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে. এদিন সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত দুটি পর্বে অনুষ্ঠান আয়োজন করা হয়. সকালের পর্বে ছিলো চিত্রাঙ্কন প্রতিযোগিতা আর বিকেলের পর্বে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান. আমাদের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত ছিলেন-অধ্যাপক ড. সুশান্ত কুমার অধিকারী, ওরিয়েন্টাল আর্ট বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়.এবং অধ্যাপক ড. বজলুর রশিদ খান, চেয়ারম্যান,  চারুকলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়. সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব সৈয়দ আপন আহসান ও বিএসআরএম গ্রুপের সিএসআর প্রতিনিধি. শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে দিনটি উদযাপন করে. চিত্রাঙ্কনে তারা বঙ্গবন্ধু, প্রকৃতি ও বাংলাদেশকে তুলে এনেছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা বঙ্গবন্ধুকে স্মরণ করেছে গান, কবিতা ও নাচে.